০৮ নং কামারিয়া ইউনিয়ন
০৮ নং কামারিয়া ইউনিয়ন পরিষদের পূর্ব নাম ১৯নং কামারিয়া ইউনিয়ন পরিষদ। এটি পূর্বে ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় অন্তর্ভুক্ত ছিল। ২০১৩ সালে তারাকান্দা উপজেলা পরিষদ গঠিত হলে কামারিয়া ইউনিয়ন এ উপজেলার প্রাশাসনিক অঞ্চলে অন্তর্ভুক্ত করা হয়। শিক্ষার হার ৪৫% (পুরম্নষ ৪৫.২১%, নারী ৩০.২৫%)। কিন্ডার গার্টেন ৮ টি,মোট প্রাথমিক বিদ্যালয় ১২ টি (সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৭টি, বেসরকারী রেজিঃ প্রাথমিক বিদ্যালয় ০৫টি), মাধ্যমিক বিদ্যালয় ০৩টি, মহাবিদ্যালয় নাই, সিনিয়ন মাদ্রাসা ০১টি।দাখিল মাদ্রাসা ০৫টি, এবতেদায়ী মাদ্রাসা ৩টি।